আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

বুধবার দুপুরে রাজধানীর পুরান ঢাকার সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে নির্বাচনী পোস্টার অপসারণ কার্যক্রমের উদ্বোধন করে তিনি এ নির্দেশ দেন।

মেয়র বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীদের লাগানো পোস্টার, ফেস্টুন ব্যানার অপসারণের জন্য ৪৮ ঘণ্টা সময় দিচ্ছি, এ সময়ে মধ্যে সব ধরণের নির্বাচনী পোস্টার, ফেস্টুন ও ব্যানার অপসারণ করে ফেলবেন।
একইসাথে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন নিজ নিজ এলাকার নির্বাচিত সংসদ সদস্যদের এ কাজে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।

তিনি বলেন, আশা করি এ সময়ের মধ্যে নগরবাসীকে পরিচ্ছন্ন নগরী উপহার দিতে পারবো।

এসময় সাঈদ খোকন নিজ হাতে ঢাকা-৬ আসনের নবনির্বাচিত সাংসদ কাজী ফিরোজ রশীদের নির্বাচনী পোস্টার অপসারণ করেন।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily