অনলাইনঃ
পূবালী ব্যাংকের এটিএম বুথ থেকে একটি জালিয়াত চক্র ৯ লাখ ৬০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। ব্যাংক কর্তৃপক্ষ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম ও কুমিল্লায়।
এই টাকা চুরির একটি ভিডিও ক্লিপ দ্য ডেইলি স্টারের হাতে এসেছে যাতে জালিয়াত চক্রের দুজনকে এটিএম বুথ থেকে টাকা বের করে নিয়ে যেতে দেখা যাচ্ছে।
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত উপ কমিশনার (পূর্ব) শহিদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, গত ১৭ ও ১৮ নভেম্বর চট্টগ্রামের দুটি ও কুমিল্লার একটি এটিএম বুথ থেকে টাকা চুরি যায়। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম চৌধুরী বলেন, চট্টগ্রাম ও কুমিল্লার ওই এটিএম বুথগুলোর প্রত্যেকটি থেকে ২-৩ লাখ টাকা করে খোয়া গেছে।
টাকা চুরির ভিডিও ফুটেজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই ঘটনায় ইতিমধ্যে মামলা করা হয়েছে।
-কেএম