কূটনৈতিকঃ
দুর্গাপূজায় শুভেচ্ছা হিসেবে ভারতে পাঠানোর অনুমতি দেয়া ইলিশের প্রথম চালানটি আজ ২৯ সেপ্টেম্বর, রবিবার দুপুরে যাচ্ছে।

বেনাপোল স্থলবন্দর দিয়ে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় পৌঁছাবে ইলিশের চালানটি।

গতকাল ২৮ সেপ্টেম্বর, শনিবার ২৪ টন ইলিশের প্রথম এই চালানটি যাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আজ রবিবার যাচ্ছে। এই চালানে প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে ছয় ডলার (প্রায় ৫০০ টাকা)। শুল্কমুক্ত সুবিধায় ছাড় করা হবে ইলিশের এ চালান।

গত ২৫ সেপ্টেম্বর, বুধবার বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির এ অনুমোদন দেয়। এতে সর্বোচ্চ ৫০০ টন ইলিশ পাঠানোর অনুমতি দেয়া হয়। কেবল একজনমাত্র রপ্তানিকারক ভারতে এই ইলিশ পাঠানোর সুযোগ নিতে পারবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বাকসি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এটি রপ্তানির কোনো বিষয় নয়। দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে এই ৫০০ টন ইলিশ পাঠানো হচ্ছে। দুর্গাপূজা উপলক্ষে শুধু একবারই পাঠানো হবে ইলিশ।’

লতিফ বাকসি আরো বলেন, ‘বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের কলকাতায় ইলিশ নিয়ে যাবেন। পরে সেখানকার বাজারে তা বিক্রি করবেন। মূলত কলকাতার বাজারেই এই ইলিশ বিক্রি হবে।’

বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামী ৪ অক্টোবর, শুক্রবার থেকে শুরু হবে পাঁচ দিনব্যাপী এ উৎসবটি।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily