আইন আদালতঃ
মোটরসাইকেল আটকিয়ে কাগজপত্র দেখতে গিয়ে পুলিশের হাতেই ধরা পড়লো শরিফুল ইসলাম (২৪) নামের এক ভুয়া পুলিশ।

বুধবার (১২ মে) বেলা সোয়া ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের ধল্যা বাস স্ট্যান্ড এলাকায় ঘটে এ ঘটনা।

আটককৃত শরিফুল দিনাজপুর জেলার খানসামা উপজেলার খামারপাড়া বটতলা গ্রামের শাহিনুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের ধল্যা এলাকায় এক মোটরসাইকেল চালকের গতিরোধ করে কাগজপত্র দেখতে চায় পুলিশের পোশাক পরিহিত শরিফুল।

এসময় মহাসড়কে নিরাপত্তার দায়িত্বে থাকা মির্জাপুর থানার এসআই হাবিবুর রহমান সেখানে গিয়ে জানতে পারেন তার গাড়ির কাগজপত্র আছে কিনা তা দেখা হচ্ছে। কিন্তু বর্তমানে মহাসড়কে গাড়ি তল্লাশির কোনো নির্দেশনা না থাকায় সন্দেহ হয় শরিফুলকে। তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন ওই এসআই। সে কোন থানায় কর্মরত ইত্যাদি বিষয়ে জানতেই বের হয়ে আসে আসল পরিচয়। নিজেই স্বীকার করেন তিনি পুলিশ নয়। পরে আটক করা হয় তাকে।

মির্জাপুর থানার এসআই হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক শরিফুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

-টিবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily