প্রশাসনঃ
চলমান করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধা বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য সুরক্ষা সামগ্রী দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

আজ বুধবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর সাথে সাক্ষাৎ করে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।

সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে, পিপিই, মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার, ইনফ্রারেড থার্মোমিটার ইত্যাদি।

আইজিপি এ ধরনের মানব হিতৈষী উদ্যোগের জন্য মার্কিন রাষ্ট্রদূতকে আন্তরিক ধন্যবাদ জানান।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

-ডিএমপি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily