অনলাইন ডেস্কঃ

চট্টগ্রাম মহানগরীর পশ্চিম বাকলিয়ার হাফেজ নগর এলাকার একটি বাসা থেকে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)।

র‌্যাবের দাবী, বাকলিয়া থানায় কর্মরত পুলিশের এসআই খন্দকার সাইফুদ্দিন ইয়াবা উদ্ধার হওয়া ওই বাসাটি ভাড়া নিয়েছিলেন।

তবে র‌্যাবের অভিযানের সময় পুলিশ কর্মকর্তা সাইফুদ্দিন বাসাটিতে ছিল না। এসময় নাজিম উদ্দিন মিল্লাত (৩০) নামে এক যুবককে আটক করা করেছে র‌্যাব।

আটককৃত ব্যক্তির কথা থেকে আরো একটি বাসার সন্ধান পেয়েছে র‌্যাব, যেখানে অভিযান চালাবে তারা।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান জানান, পুলিশের ওই এসআই এ বাসায় থেকে মাদক ব্যবসা পরিচালনা করতেন।

তবে তার পরিবার বাসাটিতে থাকতো না। ইয়াবা ব্যবসার জন্যই সাইফুদ্দিন বাসাটি ভাড়া নিয়েছেন।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কর্মকর্তার বাসাটিতে অভিযান চালিয়ে ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily