আন্তর্জাতিকঃ

প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে পুরো ইতালিজুড়ে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। সোমবার ইতালির প্রধানমন্ত্রীর জিউসেপ কোঁতে এই ঘোষণা দেন।

একটি টেলিভিশন ভাষণে ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে বলেন, সময় খুব বেশি নেই। এসময় জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার নির্দেশ দেন ইতালির প্রধানমন্ত্রী।

এর আগে ইতালির উত্তরাঞ্চলীয় লোম্বার্দি অঞ্চল এবং আরো ১৪টি প্রদেশের প্রায় এক কোটি ৬০ লাখ মানুষকে কোয়ারেন্টাইন বা সঙ্গরোধ করে রেখেছিল ইতালি সরকার।

ইতালিতে সোমবার করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৪৬৩ জনে দাঁড়িয়েছে। চীনের পর ইতালিতেই করোনা ভাইরাস ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। ইতালির পুরো ২০টি রাজ্যেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily