পুরো আমেরিকায় জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিকঃ

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপের কারণে যুক্তরাষ্ট্রে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

১৩ মার্চ, শুক্রবার স্থানীয় সময় হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন তিনি। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম সিএনএন।

করোনাভাইরাসের প্রদুভার্ব মোকাবেলা করার জন্য ৫০ বিলিয়ন ডলার সাহায্য তহবিল গঠনেরও ঘোষণা দেন ডোনাল ট্রাম্প। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘একদিন এই মহামারির শেষ হবে।’

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে ১ হাজার ৭০১ জন  আক্রান্ত হয়েছে। এই ভাইরাসে দেশটিতে মারা গেছে ৪০ জন।

এদিকে বিবিসি’র এক খবরে বলা হয়, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ইতালিতে ২৫০ জনের মৃত্যু হয়েছে। এতে করে দেশটিতে এ ভাইরাসে মৃতের সংখ্যা এক হাজার ২৬৬ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা মোট ১৭ হাজার ৬৬০ জন।

দেশটিতে কভিড-১৯ ছড়িয়ে পড়ার পর একদিনে এত মৃত্যু আগে হয়নি বলে জানায় ইতালিয়ান সিভিল প্রোটেকশন এজেন্সি।

-কেএম

FacebookTwitter