রাজনীতিঃ
জাসদের সহযোগী সংগঠন জাতীয় নারী জোট কক্সবাজার জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ এপ্রিল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় জেলা জাসদ কার্যালয়ে নারী জোট কক্সবাজার জেলা সভাপতি রিজিয়া বেগম এর সভাপতিত্বে বিভিন্ন ইউনিটের প্রতিনিধিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তরা বলেন- নারীর মতামতকে গুরুত্ব না দিয়ে পুরুষ শাসিত সমাজে নারীকে মর্যাদাহীন করা হচ্ছে।

চাপানো সিদ্ধান্ততেই নিজের সিদ্ধান্ত বলে ধারনা করে চলেছে আটপৌরে নারী।

যে কোন সিদ্ধান্ত গ্রহনে পরিবার সমাজ ও রাষ্ট্রে নারীর মতামতকে প্রাধান্য দিলেই নারী তার পূর্ণ মর্যাদা লাভ করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

বক্তরা আরো বলেন, নারী ও পুরুষ মিলেই সংসার ও জাতি-রাষ্ট্র। আজ রুখে দাঁড়ানোর সময় এসেছে। নারীরা আজ ঐক্যবদ্ধ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডের প্রতিনিধি রাবেয়া বেগম, রুনা আকতার, ইয়াসমিন আকতার, ১১নং ওয়ার্ডের প্রতিনিধি রোজিনা আক্তার, নুর বেগম, খুরুশকুল ইউনিয়নের প্রতিনিধি ফাতেমা বেগম, লায়লা বেগম, জহুরা বেগম, রহিমা বেগম প্রমুখ।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily