অর্থনীতিঃ

দ্বিতীয় অপারেটর হিসেবে পুঁজিবাজারে তালিকভূক্ত হবার প্রস্তুতি নিচ্ছে রবি। ইতোমধ্যে আইপিরও জন্য আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডকে ইস্যু ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তবে এই প্রক্রিয়া বাস্তবায়নে ২টি প্রধান শর্ত দেয়া হয়েছে।

শর্ত পূরণ হলে নিয়োগকারী কোম্পানিটির মাধ্যমের ঢাকা ও চট্টগ্রামের শেয়ারবাজার থেকে শেয়ার প্রতি ১০টাকা করে মোট ৫২ কোটি ৩৭ লাখ ৩৩ হাজার শেয়ার ছাড়া হবে। আর এর মাধ্যমে পুঁজি বাজার থেকে সংগ্রহ করা হবে ৫২৩ কোটি ৭৯ লাখ টাকা।

সূত্রমতে, বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে রবি’র মূল কোম্পানি আজিয়াটা গ্রুপের বোর্ড মিটিংয়ে রবিকে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে নিবন্ধনের জন্যে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার একটি এক্সচেঞ্জে এ বিষয়ক ঘোষণা দেয় তারা।

ঘোষণা অনুযায়ী, ২০২০ সালের চতুর্থ প্রান্তিকের মধ্যে আইপিও এবং নিবন্ধনের কাজ শেষ হবে।

এ বিষয়ে রবি’র হেড অব করপোরেট অ্যাফেয়ার্স শাহেদ আলম জানিয়েছেন, কর্পোরেট ট্যাক্স ১০ শতাংশ কম করা এবং গত বাজেট থেকে কার্যকর হওয়া মোট রাজস্বের ওপর দুই শতাংশ হারে নূন্যতম ইনকাম ট্যাক্স প্রত্যাহার করাকে নিবন্ধনের শর্ত হিসেবে ধরা হয়েছে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily