পাবনার নারী সাংবাদিক সুবর্ণা নদী (৩২) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে এই হত্যাকাণ্ডটি পাবনা সদরের রাধানগর এলাকার পাওয়ার হাউসপাড়ায় ঘটে।

সুবর্ণা নদী বেসরকারি টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির প্রতিনিধি ও দৈনিক জাগ্রত বাংলা পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করতেন।

সুবর্ণা নদীর আত্নীয় ও প্রতিবেশীরা জানায়, সুবর্ণা ওই এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি কাজ শেষে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে পৌঁছালে তিন থেকে চারজনের একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

সুর্বণার চিৎকার শুনে প্রতিবেশী ও স্বজনেরা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুবর্ণার বোন চম্পা জানান, এক ব্যক্তিকে স্বামী দাবি করে সুবর্ণা নদী মামলা করেছিলেন। মামলাটি আদালতে বিচারাধীন। এই মামলার কারণেই সুবর্ণাকে হত্যা করা হয়েছে বলে অনুমান করেন তিনি।

আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily