অনলাইনঃ
রাজধানীর ইস্কাটনের দিলু রোডের একটি পাঁচ তলা বাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডে শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

আরো পাঁচজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগুনে গ্যারেজে থাকা ৫টি গাড়ি ভস্মীভূত হয়ে গেছে।

আজ ২৭ ফেব্রুয়ারি, ভোর চারটার দিকে দিলু রোডে ৪৫/এ নাম্বার বাড়িতে আগুন লাগে বলে জানা গেছে।

ভোর ৬টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর ভবনের নিচতলা থেকে একজনের মরদেহ উদ্ধার করেন। আর তিন তলার সিঁড়িতে পাওয়া যায় শিশুসহ দুজনের মরদেহ। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। কিছুক্ষণের মধ্যেই ৯৯৯ ও ফায়ার সার্ভিসে ফোন করা হলেও প্রায় আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার মো. এরশাদ এ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, আগুনে দুইজন দগ্ধ হয়েছেন। এ ছাড়া ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন আরো তিনজন।

এই পাঁচ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- শহিদুল ইসলাম ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস। এ ছাড়া সুমাইয়া আক্তার, তার ছেলে মাহাদী, মাহমুদুল হাসান হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ভর্তি আছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, নিহত তিনজনের মরদেহও মর্গে রাখা হয়েছে। তবে আগুনে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি বলেও জানান তিনি।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily