বিনোদনঃ
ভারত-বাংলাদেশ পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেশের তারকা অভিনেতা শাকিব খান প্রযোজিত ও অভিনীত ছবি ‘পাসওয়ার্ড’-এর জয়জয়কার।

দুই দেশের চলচ্চিত্র নিয়ে প্রথম আসরেই মোট পাঁচটি বিভাগে পুরস্কার অর্জন করেছে ছবিটি।

শাকিব খান ফিল্মস প্রযোজিত ছবি ও মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’। চলতি বছরের সুপারহিট এ ছবিটি এবার টিএম ফিল্মস নিবেদিত ‘ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড’ (বিবিএফএ) এও মন জয় করল সবার। একই সঙ্গে ‘মোস্ট পপুলার অ্যাক্টর’ হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন তারকা অভিনেতা শাকিব খান। ওই ছবিতে অভিনয়ের কারণে ‘সেরা পার্শ্ব অভিনেতা’র অ্যাওয়ার্ড পেয়েছেন চিত্রনায়ক ইমন।

এছাড়া পাসওয়ার্ডে ‘সোয়াগ দে’ গানটিতে প্লে-ব্যাকের জন্য সেরা গায়ক হয়েছেন ইমরান মাহমুদুল। সাথে সাথে ‘পাসওয়ার্ড’ ছবি দিয়ে সেরা ভিডিও এডিটর (সম্পাদনা) হিসেবে অ্যাওয়ার্ড উঠেছে তৌহীদ হোসেন চৌধুরীর হাতে।

বাংলাদেশের ‘পপুলার সিনেমা’ হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে ‘পাসওয়ার্ড’। বাংলাদেশের থেকে মনোনয়ন পাওয়া অন্য ছবিগুলোর মধ্যে এককভাবে ‘পাসওয়ার্ড’-ই সবচেয়ে বেশি পুরস্কার অর্জন করে। এরপর জয়া আহসান প্রযোজিত অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ পেয়েছে তিনটি পুরস্কার।

সোমবার রাজধানীর বসুন্ধরা কনভেশনের নবরাত্রি হলে আয়োজিত বিবিএফএ অনুষ্ঠানে ওপার বাংলার রনজিৎ মল্লিক, প্রসেনজিৎ জিৎ, আবির চ্যাটার্জি, পরমব্রত,ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম, নিকিতা গান্ধি, অনির্বাণ, কৌশিক গাঙ্গুলি, দেবজ্যোতি মিশ্র, সৃজিত মুখার্জী, বিশ্বনাথ বসু, ইন্দ্রজিৎ সেনগুপ্তসহ বাংলাদেশের মৌসুমী, জয়া আহসান, পরীমনি, ববি, পূজা চেরি, নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা মীম, শবনম ফারিয়া, কোনাল, ঐশী, ওমর সানী, ইমন, নীরব, সিয়াম, তাসকিন, ইমরান ছাড়াও অনেক তারকা উপস্থিত ছিলেন।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily