পরিবহনে ধূমপান না করতে চালকদের সচেতনতা বৃদ্ধি জরুরী

পরিবহনে ধূমপান না করতে চালকদের সচেতনতা বৃদ্ধি জরুরী
পরিবহনে ধূমপান না করতে চালকদের সচেতনতা বৃদ্ধি জরুরী

আইন আদালতঃ
২৫ জানুয়ারি সোমবার ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন (সংশোধিত-২০১৩) এর যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর উদ্যোগে ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

এটি “পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ” ।

প্রশিক্ষণে পেশাদার গাড়ী চালকদের মাঝে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও স্বাস্থ্য ক্ষতি বিষয়ক তথ্যচিত্র উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের প্রকল্প কর্মকর্তা অফিসার অদুত রহমান ইমন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী চালক রফিক বলেন, “আমি ধূমপান করিনা এবং আমার বাসে যাত্রীদের ধূমপান করতে দেই না। এমনকি আমার হেলপারকেও ধূমপান করতে নিষেধ করি”।

আরেকজন গাড়ি চালক ইসমাইল বলেন, এটা অবশ্যই খুবই ভালো একটি উদ্যোগ।

আমি পাবলিক পরিবহনে ধূমপানমুক্ত সাইনেজ লাগানো ও এর জরিমানার বিষয়টি আজকে এ প্রশিক্ষণ থেকে জানতে পারলাম এবং আইনটি মেনে চলবো।

প্রশিক্ষনে প্রায় ১৩০ জন পেশাদার গাড়ি চালকদের মাঝে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও স্বাস্থ্যক্ষতি বিষয়ক ধারণা প্রদান করা হয়।

প্রসঙ্গত, পাবলিক পরিবহণ শতভাগ তামাক মুক্ত রাখার ক্ষেত্রে ঢাকা আহছানিয়া মিশন ও বিআরটিএ এর যৌথ প্রয়াস হিসেবে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

-ডিকে

FacebookTwitter