পবিত্র হজ্জ পালনে মক্কায় অবস্থান করছেন ড. জাহিদ

পবিত্র হজ্জ পালনে মক্কায় অবস্থান করছেন ড. জাহিদ
পবিত্র হজ্জ পালনে মক্কায় অবস্থান করছেন ড. জাহিদ

ডেস্ক রিপোর্টঃ
পবিত্র হজ্জ পালনের উদ্দেশে বর্তমানে মক্কায় অবস্থান করছেন সমাজ সেবক , ঝলক ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা, বাংলাডেইলি২৪ডটকম এর উপদেষ্টা সম্পাদক ড. জাহিদ আহমেদ চৌধুরী বিপুল, সাথে রয়েছেন পিতা মনসুর আহমেদ চৌধুরী আন্তর্জাতিক উন্নয়ন কর্মি ও স্ত্রী সামরিন রহমান।

ইতিমধ্যে ২বার উমরাহ হজ্জ সম্পন্ন করেছেন সপরিবারে। আগামী ২৫জুন মীনায় পৌছাবেন হজ্জ পালনের উদ্দেশে ।

১২জুলাই পর্যন্ত মক্কায় অবস্থান করে দোয়া কবুলের স্থানগুলোতে যাবেন সবার জন্য দোয়া করবেন। হজ্জ উইথ আয়েশা গ্রুপের সাথে অবস্থান করছেন।

পবিত্র হজ্জ পালন শেষে মদিনায় পৌছাবেন এবং মসজীদ-এ- নববীতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় করবেন।

২১জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ ঢাকায় পৌছোবেন। দেশবাসি সকল মুসলমান ভাইবোনদেন কাছে হজ্জ কবুল হওয়ার জন্য দোয়া চেয়েছেন।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily