ধর্ম, ইসলামঃ
আজ পবিত্র জুমাতুল বিদা, শুক্রবার (৭ মে)। মাহে রমজানের শেষ জুমা মুসলিম উম্মাহর কাছে জুমাতুল বিদা নামে পরিচিত।

দিনটি ইবাদত–বন্দেগি ও জিকির-আসকারের মাধ্যমে পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

এ দিন জুমার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন মুসল্লিরা।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার জুমাতুল বিদায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে স্বাস্থ্যবিধি ও শরীরিক দূরত্ব বজায় রেখে মুসল্লিদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

সবাইকে মাস্ক পরে,স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। তবে মসজিদ অংশ নেওয়া মুসল্লিদের সংখ্যা সীমিতই থাকছেঅ

বিশ্ব মুসলিমের কাছে সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা বেশি। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসা রমজান মাসের শুক্রবারগুলোর মর্যাদা আরও অধিকতর।

এ দিন মসজিদে মসজিদে জুমার খুতবায় রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যাসহ বিশেষ দোয়া হবে।

একই সঙ্গে করোনাভাইরাসের সংক্রমণ থেকে দেশের মানুষকে রক্ষা এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily