জাতীয় সম্পদঃ

সামাজিক যোগাযোগমাধ্যমে পদ্মা সেতুর টোল নির্ধারণ নিয়ে যে ধরনের প্রচার হচ্ছে, তা সঠিক নয় বলে জানিয়েছে সরকারের সেতু বিভাগ।

তাঁরা জানান, প্রকৃতপক্ষে পদ্মা বহুমুখী সেতুর টোল হার এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে যেসব প্রচারণা চলছে তার অপপ্রচার ও গুজব।

গতকাল ১৫ ডিসেম্বর, মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ্মা বহুমুখী সেতুর টোল হার নিয়ে যে অপপ্রচার চলছে তা সেতু বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছে। টোলের হার নির্ধারণের বিষয়টি অপপ্রচার এবং গুজব। পদ্মা বহুমুখী সেতুর টোল হার এখনো চূড়ান্ত হয়নি।

এতে আরো জানানো হয়, টোলের হার নির্ধারণ করার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে টোল হার নির্ধারণে পদক্ষেপ নেয়া হবে। টোলের হার নির্ধারিত হলে জনগণকে অবহিত করা হবে।

এধরণের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সেতু বিভাগ।

-ডেআর

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily