সারাদেশঃ
পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ রোববার সন্ধ্যায় ঘুরতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

উন্নত চিকিতসার জন্য গুরুতর আহত অবস্থায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোঘণা করেন।

নিহত ব্যক্তিরা হলেন মো. আলমগীর হোসেন (২৫) ও মো. ফজলু (২৫)।

তারা ঢাকার দোহার–নবাবগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। নিহত আলমগীর মোটরসাইকেল মেরামতের কাজ করেন। আর ফজলুেএকজন প্রবাসী।

প্রত্যক্ষদর্শীদের একজন সাংবাদিকদের বলেন, ছয় বন্ধু মিলে তিনটি মোটরসাইকেলে পদ্মা সেতু দেখতে গিয়েছিলেন। সেতুর জাজিরা প্রান্ত ঘুরে ফেরার সময় মাওয়া প্রান্তে এসে দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের সঙ্গীদের একজন বলেন, তিনি যে মোটরসাইকেলে ছিলেন, সেটি সামনে ছিল।

তিনি সেতু থেকে নামার পর ফোনে দুই বন্ধুর দুর্ঘটনার শিকারের কথা জানতে পারেন। পরে তাদের আর মোটরসাইকেল নিয়ে সেতুর দিকে যেতে দেওয়া হয়নি।

পায়ে হেটে কিছু দূর এগোলে দেখেন, আহত দুই বন্ধুকে একটি পিকআপে তুলে নিয়ে আসা হচ্ছে। পরে ওই পিকআপে করেই তাঁরা ঢাকা মেডিকেলে পৌঁছান।

টিপু

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily