সারাদেশঃ

মুন্সীগঞ্জের পদ্মাসেতুর কন্সট্রাকশন ইয়ার্ডে নদী ভাঙনের ঘটনা ঘটেছে। এতে সেতুর ৩৫টি রোডওয়ে স্ল্যাব, ১৫টি রেলওয়ে গাডার ও ১০টি সাপোর্ট পাইপসহ বেশকিছু যন্ত্রপাতি নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে জানা গেছে।

৩১ জুলাই, শুক্রবার বিকেলে প্রায় ২০০ ফুট প্রতিরক্ষা প্রাচীর চোখের পলকেই পদ্মা নদীতে তলিয়ে যায়। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানি ও সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।

তাদের উপস্থিতিতে এসব রক্ষায় জরুরিভাবে ক্রেন এনে সরিয়ে নেয়ার চেষ্টা করা হয়। কিন্তু ভাঙনের তীব্রতা বেশি হওয়ায় ক্রেনগুলোও উল্টো পদ্মায় বিলীন হওয়ার আশঙ্কা দেখা দেয়। ফলে দ্রুত ক্রেনগুলোও সরিয়ে নেয়া হয়।

এমতাবস্তায় চোখের সামনেই একের পর বিলীন হচ্ছে ইয়ার্ডের সংরক্ষিত পদ্মাসেতুর মূলবান সব উপকরণ।

এ বিষয়ে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, পদ্মার স্রোতের তীব্রতা খুবই বেশী, যার ফলে এই অবস্থায় কিছু করা যাচ্ছে না। ইয়ার্ডের পূর্ব দিক্ষণ অংশে এই ভাঙন চলছে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily