বিনোদনঃ
‘পদ্মাপূরাণ’ মুক্তির মধ্যে দিয়ে যেন বাংলাদেশের সিনেমা হলগুলো আবারও নড়েচড়ে বসেছে। প্রাণ ফিরে পাচ্ছে ঝিমিয়ে পড়া প্রেক্ষাগৃহগুলো।

৮ অক্টোবর মুক্তির পর থেকেই আলোচনায় আছে রাশিদ পলাশের এই চলচ্চিত্রটি। ২২ অক্টোবর থেকে ছবিটি মুক্তি পাচ্ছে ফরিদপুরের বনলতায় এবং বরিশালের অভিরুচিতে। একই সঙ্গে ঢাকার সৈনিক ক্লাবে দেখা যাবে ছবিটি।

রাশিদ পলাশ গণমাধ্যমকে জানান, ঢাকার বাইরে বিকল্প প্রদর্শনীতে যাচ্ছে পদ্মাপুরান, ১লা নভেম্বর রাজশাহীর পদ্মা নদীর পাড়ে প্রদর্শনের মধ্যে দিয়ে শুরু হচ্ছে বিকল্প প্রদর্শন।

রাজশাহীর পরে যাবে ময়মনসিংহ। এভাবে পর্যায়ক্রমে সারা দেশে দেখানো হবে পদ্মাপুরান।

এর আগে ঢাকায় স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, চট্টগ্রামের সুগন্ধা, নারায়ণগঞ্জের সিনেস্কোপে ছবিটা দেখা যায়।

রায়হান শশীর চিত্রনাট্যে ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ।ছবিতে পাঁচটি গান আছে, গেয়েছেন চন্দনা মজুমদার, মুহিন, সৌরিন, আরিফ ও অংকন।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily