পদ্নায় স্প্যান বসাছে না আজ

অনলাইনঃ

কারিগরি ত্রুটি ও নদীতে নাব্য সঙ্কটের কারণে আজ বসছে না পদ্মা সেতুর নবম স্প্যান। বৃহস্পতিবার শরীয়তপুরের জাজিরাপ্রান্তে স্প্যানটি বসানোর কথা ছিলো।

তবে আগামীকাল শুক্রবার এটি বসানো হবে বলে জানিয়েছেন পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ূন কবির।

হুমায়ূন কবির জানান, স্প্যান বহনকারী ক্রেনের নোঙর ছিঁড়ে যাওয়ায় ও নদীর নাব্য সঙ্কটের কারণে পদ্মা সেতুর নবম স্প্যানটি আজ বসানো যাচ্ছে না। তবে আগামীকাল এটি পিলারের ওপর বসানো হবে।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৪ ও ৩৫ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানোর কাজ শুরু করে কর্তৃপক্ষ।

স্প্যানটি বসানো হলে পদ্মা সেতুর ১৩৫০ মিটার (১.৩৫ কিলোমিটার) দৃশ্যমান হবে।

জানা গেছে, মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে (সুপার স্ট্রাকচার) ‘৬ডি’ ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি নিয়ে বুধবার জাজিরার নাওডোবায় পৌঁছায় তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার ক্রেন ‘তিয়ান ই’।

FacebookTwitter