আলহাজ্ব বুলবুল চৌধুরী, পত্নীতলা থেকেঃ

নওগাঁর পত্নীতলায় সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শিহাড়া ইউনিয়নের জামালপুর গ্রামে মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বীর মুক্তিযোদ্ধাগণের আবাসন “বীর নিবাস” নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকারের সভাপতিত্বে নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সোয়াইব খান, শিহাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সাইদুল ইসলাম, মুক্তিযোদ্ধাগণ সহ আওয়ামীলীগের নেতাকর্মীবৃন্দ প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সোয়াইব খান জানান অত্র উপজেলায় শিহাড়া ইউপিতে ৩টি, নির্মইল ইউপিতে ২টি, ঘোষনগর ইউপিতে ২টি, পত্নীতলা ইউপিতে ১টি, আমাইড় ইউপিতে ১টি, আকবরপুর ইউপিতে ১টি, দিবর ইউপিতে ১টি ও কৃষ্ণপুর ইউপিতে ১টি করে মোট ১২টি বীর মুক্তিযোদ্ধাগণের আবাসন “বীর নিবাস” নির্মাণ করা হবে। প্রতিটি বীর নিবাস ৪ কক্ষ বিশিষ্ট্য এক তলা ভবনের জন্য ব্যায় ধরা হয়েছে ১৪ লক্ষ টাকা।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily