পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী সহরাই উৎসব পালিত

পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী সহরাই উৎসব পালিত
পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী সহরাই উৎসব পালিত

আলহাজ্ব বুলবুল চৌধুরী, পত্নীতলা থেকেঃ
নওগাঁর পত্নীতলায় বামনকুড়ি আদিবাসী গ্রাম কমিটির আয়োজনে সোববার বিকালে উপজেলার আমাইড় ইউনিয়নের বামনকুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আদিবাসীদের ৪৫তম ঐতিহাসিক সহরাই উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলার আমাইড় বামনকুড়ি আদিবাসী জনগোষ্ঠীর আয়োজনে উক্ত সভায় “ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নয়, আদিবাসী হিসাবে সাংবিধানীক স্বীকৃতি চাই” এই দাবীতে আদিবাসী নেতারা বক্তব্য রাখেন। আদিবাসী নেতা সক্ষম পাহানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাইড় ইউপির চেয়ারম্যান ইসমাইল হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরকো পরিচালক সজল চৌধুরী, রাইগাঁ কলেজের অধ্যক্ষ আরিফুর রহমান, জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক নরেন পাহান, আমাইড় ইউপি আওয়ামীলীগের সাঃসম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, ব্রতির প্রকল্প সমন্বয়কারী বাবর আলী, জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুরের সভাপতি দিলিপ পাহান, শিক্ষক ফিরোজ হোসেন, আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, সুজিত পাহান, পরেশ টুডু, দিলিপ চৌহানরফিকুল ইসলাম, তুলি খাতুন প্রমুখ।

-শিশির

FacebookTwitter