অনলাইনঃ
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ মনিটরিং সেল খুলেছে বাণিজ্য মন্ত্রণালয়।

কোনো ধরনের কারসাজি বা অযৌক্তিকভাবে যাতে ব্যবসায়ীরা পণ্যমূল্য বাড়াতে না পারেন, সেজন্য এ সেল খোলা হয়েছে। এ সেল সারাদেশের পাইকারি ও খুচরা বাজার পর্যবেক্ষণ করবে।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এজন্য কয়েকটি জরুরি ফোন নম্বর দিয়েছে মন্ত্রণালয়।

দেশের যেকোনো বাজারে অযৌক্তিকভাবে কোনো পণ্যের দাম বাড়লে তার তথ্য জানাতে জনগণকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

জনসাধারণ ৯৫৪৯১৩৩, ০১৭১২১৬৮৯১৭ এবং ৯৫১৫৩৮৮, ০১৯৮৭৭৮৭২০৯ নম্বরে ফোন করে তথ্য জানাতে পারবেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রমজান মাসে অযাচিতভাবে অনেক পণ্যের দাম বেড়ে যায়। ক্রেতারা এ নিয়ে কথা বলেন, তবে কোথাও অভিযোগ করার জায়গা পান না। এজন্য এ বছর বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং সেল থেকে ক্রেতাদের অভিযোগ জানানোর জন্য ফোন নম্বর দেওয়া হলো।

সুনির্দিষ্ট অভিযোগ এলে ভ্রাম্যমাণ আদালত, স্থানীয় প্রশাসন ও বাণিজ্য মন্ত্রণালয়ের নিজস্ব টিমের মাধ্যমে তা দেখা হবে। এছাড়া বিভাগীয় কমিশনারদের নেতৃত্বে স্থানীয় পর্যায়ে মনিটর করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও এ বিষয়ে মনিটর করা হবে।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily