করোনা সংবাদঃ

বেসরকারি জীবন বীমা কোম্পানি ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) জামাল এমএ নাসের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ রোববার (২১ জুন) বাংলাদেশ ইনসু্যরেন্স অ্যাসোসিয়েশন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ন্যাশনাল লাইফের জনসংযোগ কর্মকর্তা আমির হোসেনও বিষয়টি নিশ্চিত করেন। 

জানা গেছে, জামাল এমএ নাসের রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ২০১১ সালে ন্যাশনাল লাইফে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। ২০১২ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রায় আট বছর কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily