ন্যাশনাল ব্যাংকের ছিনতাই হওয়া ৬০ লাখ টাকা যে ভাবে উদ্ধার

অর্থনীতিঃ

রাজধানী থেকে ছিনতাই হওয়া ন্যাশনাল ব্যাংকের ৮০ লাখ টাকার মধ্যে ৬০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এসময় দুটি বিদেশি অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল ১ ‍জুন, সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন এ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, আজ ২ জুন, মঙ্গলবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত ১০ মে রাজধানীর পুরান ঢাকায় বিভিন্ন শাখা থেকে উত্তোলন করা টাকা নিয়ে ন্যাশনাল ব্যাংকের ইসলামপুর শাখায় ফিরছিলেন ব্যাংকের একজন নির্বাহী কর্মকর্তা, গাড়িচালক ও দুজন নিরাপত্তাকর্মী। এসময় ৮০ লাখ টাকার একটি বস্তা গাড়ি থেকে খোয়া যায়। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা করে ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ।

পরে এ মামলায় ওই গাড়ির দায়িত্বে থাকা ন্যাশনাল ব্যাংকের একজন নির্বাহী কর্মকর্তা, গাড়িচালক ও দুই নিরাপত্তাকর্মীকে আটক করে পুলিশ।

FacebookTwitter