আন্তর্জাতিকঃ
মহামারি করোনাভাইরাসে পর্যুদস্ত হয়ে পড়েছে নেপাল। দৈনিক আট হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে।

গতকাল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৪ ঘণ্টায় ২৪৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।

এরই মধ্যে নেপালের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারি। সেই সঙ্গে আগামী নভেম্বরে নতুন নির্বাচনের কথাও জানিয়েছেন তিনি।

খবর: রয়টার্স

আজ শনিবার ভোরে হঠাৎ করেই এক আদেশে পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা দেন নেপালি প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী।

প্রেসিডেন্টের নির্বাহী আদেশে আরও বলা হয়, নেপালি পার্লামেন্ট প্রতিনিধি সভার সাধারণ নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর এবং দ্বিতীয় দফার ভোট হবে ১৯ নভেম্বর।

বলা হচ্ছে, গতকাল শুক্রবার নেপালি পার্লামেন্টে দফায় দফায় চেষ্টার পরও ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি বা বিরোধী দলীয় নেতা শের বাহাদুর দেউবা নতুন সরকার গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্ট এই আদেশ দিতে বাধ্য হয়েছেন।

ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারিকে এমন পরামর্শ দিয়েছেন বলেও আলোচনা রয়েছে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily