রাজনীতিঃ
২ বছর ১ মাস ২৬ দিন পর দলীয় কার্যালয় ছেড়ে অবশেষে নিজ বাড়িতে গেলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
২৬ মার্চ, বৃহস্পতিবার দুপুরে একটি ছোট ব্যাগ, মুখে মাস্ক আর কয়েকটি জরুরি ফাইল নিয়ে দলীয় কার্যালয় ছেড়ে যান তিনি।
২০১৮ সালের ৩০ জানুয়ারি দলের এক ক্রান্তিকালে বাসা ছেড়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নেন রুহুল কবির রিজভী। ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় হয় খালেদা জিয়ার বিরুদ্ধে। সাজা হয়ে যায় ৫ বছরের। ওই দিনই পুরনো ঢাকার সাবেক পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে একমাত্র বন্দি হিসেবে খালেদা জিয়াকে রাখা হয়। এরপর থেকে রিজভী আর বের হননি কার্যালয় থেকে।
নিজের নেত্রীর মুক্তির জন্য কার্যালয়ে থেকেই সংগ্রাম যাওয়ার প্রতিজ্ঞা করেন। তিনি রেখেছেনও সেই কথা।
এ সময়ে গণমাধ্যমে নিয়মিত ব্রিফিং, লেখালেখি, সুযোগ পেলেই মিছিল-মিটিং, সভায় অংশগ্রহণ নিয়ে ব্যস্ত ছিলেন আন্দোলনে। দীর্ঘ প্রক্রিয়ায় সরকারের বিশেষ বিবেচনায় খালেদা জিয়ার মুক্তি হয় গতকাল। ফলে রিজভীও দলীয় কার্যালয় ছেড়ে বাসায় উঠেছেন আজ।
দলীয় কার্যালয় থেকে চলে যাওয়ার সময় রিজভী বলেন, আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, অবৈধ সরকারের কারাগার হতে খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত দলীয় কার্যালয়েই থাকবো। কষ্ট করে থেকেছি।
এই সময়ের মধ্যে আমি দলের হয়ে বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকেছি। এখন থেকে আর অফিসে সেভাবে রাতে অবস্থান করা হবে না। তবে দলীয় প্রয়োজনে যতটুকু সময় দরকার ততটুকু সময় কার্যালয়ে থাকবো।
-ডিকে