আর্ন্তজাতিকঃ
ঘুষ গ্রহণ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অপরাধে অভিযুক্ত হয়েছেন ইসরাইলের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) তিন দুর্নীতির মামলায় তার বিরুদ্ধে এই অভিযোগ গঠনের ঘোষণা দেন দেশটির অ্যাটর্নি জেনারেল আভিচাই মেন্ডেলব্লিট।

ইসরাইলের ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। এর আগে টানা কয়েক মাস তদন্ত শেষে ফেব্রুয়ারিতে তাকে অভিযুক্ত করার সুপারিশ করেছিল পুলিশ। খবর: দ্য হারেৎস।

এদিকে, নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু। এক বিবৃতিতে অভিযোগ গঠনের পদক্ষেপকে তার বিরুদ্ধে ‘অভ্যুত্থানের অপচেষ্টা’ বলে আখ্যায়িত কররেছেন তিনি। টিভিতে প্রচারিত বক্তব্যে তিনি আরো বলেন, কর্তৃপক্ষ আসলে সত্য উদঘাটনে ইচ্ছুক নয়, তারা আমার পেছনে লেগেছে।

তবে অভিযোগ গঠনকে সমর্থন জানিয়েছে নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কাহল লাভান গান্টজ। বলেছেন, অ্যাটর্নি জেনারেল আভিচাই মেন্ডেলব্লিট নেতৃত্বাধীন বিচার ব্যবস্থার ওপর পূর্ণ বিশ্বাস রয়েছে তার। তিনি আরো বলেন, ইসরাইলে কোনো সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান হচ্ছে না। এখানে ক্ষমতার পরিখা খনন কররা হচ্ছে। নেতানিয়াহু আজ প্রমাণ করেছেন যে, তাকে তার পদ ছাড়তে হবে। নিজের আইনি দুর্দশার দিকে নজর দিতে হবে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily