নুসরাত হত্যায় যে ১৬ জনের সম্পৃক্ততার প্রমান পেল পিবিআই

আইন আদালতঃ
বহুল আলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় অধ্যক্ষ সিরাজ উদ দৌলা ও আওয়ামী লীগের দুই স্থানীয় নেতাসহ মোট ১৬ জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

এদের বিরুদ্ধে আজ বুধবার আদালতে চার্জশিট জমা দেওয়া হবে। এতে প্রত্যেক আসামির মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। অধ্যক্ষ সিরাজকে আসামি করা হয়েছে নুসরাতকে হত্যার ‘হুকুমদাতা’ হিসেবে।

গতকাল মঙ্গলবার সকালে ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার। ৭২২ পৃষ্ঠার এ চার্জশিটে সাক্ষী করা হয়েছে ৯২ জনকে। তাদের মধ্যে ৭ জন আদালতে জবানবন্দি দিয়েছেন। আর আসামিদের মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ১২ জন।

পিবিআই প্রধান বলেন, নুসরাত মাদ্রাসার সব অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ছিল। তাই সবাই মিলে নূসরাতকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে পরস্পর লাভবান হওয়ার জন্য। এই মামলায় আমরা ১৬ আসামির সবার মৃত্যুদণ্ড প্রত্যাশা করছি।
-কেআর

Print Friendly, PDF & Email
FacebookTwitter