অনলাইনঃ
গায়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জানাজা সম্পন্ন হয়েছে। ফেনীর সোনাগাজী সাবের মো. পাইলট স্কুল মাঠে হাজার হাজার মানুষ তার জানাজায় অংশ নেয়।

এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী ছিলেন রাফি।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নুসরাতের মরদেহের ময়নাতদন্ত করা হয়। পরে তা পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

ময়নাতদন্ত শেষে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, বড় আকারে দগ্ধ হওয়ার কারণেই নুসরাতের মৃত্যু হয়েছে।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily