সারাদেশঃ
নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নে পুটিহারি মাঝাপাড়া এলাকার জঙ্গি আস্তানা থেকে র‌্যাব পাঁচজনকে আটক করেছে। জব্দ করা হয়েছে বোমা তৈরির সরঞ্জাম।

র‌্যাব-১৩-এর পরিচালক রেজা আহমেদ জানান, ঘটনাস্থলে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম কাজ করছে। মাঝাপাড়া পুটিহারি এলাকার ওই বাড়িটি শুক্রবার মধ্যরাত থেকেই ঘিরে রাখা হয়। সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে।

র‌্যাবের মিডিয়া কমান্ডার কর্নেল খন্দকার আল ময়িন জানান, আজ বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এদিকে র‌্যাবের মিডিয়া কমান্ডার কর্নেল খন্দকার আল ময়িন জানান, আজ বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

শনিবার ভোর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের একটি বাড়ি র‌্যাব-১৩ সদস্যরা ঘিরে রাখেন।

-টিপু

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily