চলমানঃ
নিষেধাজ্ঞা সত্বেও ঢাকা ছেড়ে আসায় পটুয়াখালীতে মাঝনদীতে সুন্দরবন-১৪ লঞ্চের ৩৬ স্টাফকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
গতকাল ২৬ মার্চ, বৃহস্পতিবার রাত সোয়া ১১টায় পটুয়াখালী লঞ্চঘাটের অদূরে লঞ্চটির স্টাফদের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় জানান, জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর নির্দেশে রাতে লঞ্চঘাটে অভিযানটি পরিচালিত হয়। এ সময় ঘাটসংলগ্ন মাঝনদীতে নোঙর করা আলো-বাতি বন্ধ অবস্থায় সুন্দরবন-১৪ লঞ্চটি দেখতে পান তারা।
পরে প্রশাসনের কর্মকর্তারা ট্রলারে করে সেখানে উপস্থিত হয়ে লঞ্চের স্টাফদের সাথে কথা বলে জানতে পারেন, নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা অমান্য করে লঞ্চটি বিনা অনুমতিতে সকালে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে আসে। পরে লঞ্চ টার্মিনাল সংলগ্ন মাঝনদীতে নোঙর করে রাখা হয় লঞ্চটি।
অভিযান চলাকালে লঞ্চটিতে কোনো যাত্রী পাওয়া না যাওয়ায় লঞ্চটির সুপারভাইজার, মাস্টার, সুকানিসহ ৩৬ জন স্টাফকে আগামী ১৪ দিনের জন্য মাঝ নদীতে ভাসমান অবস্থায় কোয়ারেন্টাইনে রাখার আদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।
উল্লেখ্য, বিশ্বব্যাপী আতঙ্ক হিসেবে দেখা দেওয়া নভেল করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে গতকাল ২৬ মার্চ, বৃহস্পতিবার থেকে দেশব্যাপী সকল ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।
-ডিকে