অনলাইনঃ
মানুষের খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা অনুযায়ি কাজ করে যাবেন খাদ্যমন্ত্রী তিনি একজন বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
মন্ত্রী আজ খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে শপথ নেয়ার পর বাসসকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী অনেক গুরুদায়িত্ব দিয়ে এই মন্ত্রনালয়ে পাঠিয়েছেন।
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও নিরাপদ খাদ্যের কথা উল্লেখ আছে জানিয়ে তিনি বলেন, মানুষের খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা কাজ করে যাবো।
এছাড়াও বিদায়ী সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার জন্য সবার সহযোগিতা নিয়ে কাজ করে যাবেন বলেও জানান তিনি।
নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) থেকে নির্বাচিত সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার আজ বঙ্গভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সাধন চন্দ্র মজুমদার ১৭ জুলাই ১৯৫০ সনে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হাজীনগর কাপাসিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। বাবা মৃত কামিনী কুমার মজমুদার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি কৃষিকাজ ও ধানের আড়তের (ধান কেনাবেচা) ব্যবসা করতেন।
মা সাবিত্রী বালা মজুমদার ছিলেন গৃহিণী। সাধন চন্দ্র মজুমদারেরা ৯ ভাইবোন। ষষ্ঠ শ্রেণিতে পড়া অবস্থায় তিনি তাঁর বাবাকে হারান। এরপর থেকে তাঁর বড় ভাই (দাদা) নিরোধ চন্দ্র মজুমদার পরিবারের হাল ধরেন। বড় ভাই নিরোধ চন্দ্র মজুমদার কৃষিকাজ ও ধানের আড়তের ব্যবসা করে ছোট ভাইবোনদের বড় করেন। লেখাপড়া শেষ করে সাধন চন্দ্র মজুমদার সক্রিয় রাজনীতির পাশাপাশি ধান-চালের ব্যবসার সঙ্গে জড়িত হন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে উপজেলা পরিষদের চেয়ারম্যান, পরপর ৩ বার নির্বাচিত সংসদ সদস্য এবং বর্তমানে আওয়মীলীগ নওগাঁ জেলার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ বিকেলে তার নির্বাচনী এলাকা এক অংশ সাপাহারে মন্ত্রীর শপথ নেওয়ার পর পরই প্রায় দশ হাজার ভক্ত-সমর্থকেরা আনন্দ মিছিল করেন।
-বাসস