আন্তর্জাতিকঃ

যুগের পর যুগ ধরে চলতে থাকা নারীদের খৎনা প্রথা নিষিদ্ধ করেছে উত্তর আফ্রিকার দেশ সুদান।

৩০ বছরের বেশি সময় ধরে চালু থাকা ইসলামী শাসনব্যবস্থায় ব্যাপক সংস্কারের উদ্যোগের অংশ হিসেবে এ নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার।

এর অংশ হিসেবে অমুসলিমদের মদ্যপানের অনুমতি এবং স্বধর্ম ত্যাগের আইন ও অপরাধের শাস্তি হিসেবে জনসম্মুখে বেত্রাঘাতের সাজা বাতিল করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সুদানের সব ধরনের মানবাধিকার লঙ্ঘনকারী আইন বাতিল করার ঘোষণা দিয়েছেন দেশটির আইন ও বিচারবিষয়কমন্ত্রী নাসরিদিন আবদুল বারি।

গত সপ্তাহে দেশটির পার্লামেন্টে বেশ কয়েকটি আইন পাস হওয়ার পর প্রথমবারের মতো দেশটির সরকার এসব আইনের ব্যাখ্যা দিয়েছে।

উত্তর আফ্রিকার এই দেশটিতে মেয়েদের খতনা করানোর প্রথাও নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

এমনকি নতুন আইনে সন্তানদের সঙ্গে নারীদের ভ্রমণের সময় কোনো পুরুষ স্বজনের অনুমতির বিষয়টিও তুলে দেয়া হয়েছে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily