সারাদেশঃ

নওগাঁয় পারিবারিক কলহের জেরে এক স্বামীর বিরুদ্ধে নামাজরত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর ঘাতক স্বামীকে আটক করেছে এলাকাবাসী।

গতকাল ১২ জুলাই, রবিবার আছরের নামাজের সময় জেলার রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের আতাইকুলা সরদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সামছুন নাহার (৪৫)। তার ঘাতক স্বামী সিরাজুল ইসলাম (৫৫) এখন পুলিশের হাতে আটক আছেন।

জানা যায়, বিয়ের পর থেকেই সিরাজুল ইসলাম-সামছুন নাহার দম্পতির নানা বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। এরই জের ধরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। গতকাল বিকালে আছরের আজানের পর যখন স্ত্রী সামছুন নাহার নামাজে দাঁড়ান, তখনই পেছন থেকে তার স্বামী সিরাজুল ইসলাম ছুরিকাঘাত করেন।

এসময় তাকে গুরুতর অবস্থায় পালাতে গেলে সিরাজুলকে আটকে ফেলেন এলাকাবাসী। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় সামছুন নাহারকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক  বলেন, ‘নামাজরত অবস্থায় ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। মূলত কিভাবে ঘটনা ঘটল তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।’

এ ঘটনায় নিহতের স্বামী সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে ও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এছাড়াও এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily