নাবিল গ্রুপের নতুন গ্রুপ সিওও অনুপ কুমার সাহা

নাবিল গ্রুপের নতুন গ্রুপ সিওও অনুপ কুমার সাহা
নাবিল গ্রুপের নতুন গ্রুপ সিওও অনুপ কুমার সাহা

ব্যবসা-বাণিজ্যঃ

কৃষি প্রক্রিয়াকরন শিল্প প্রতিষ্ঠান নাবিল গ্রুপের গ্রুপ সিওও হিসেবে যোগ দিয়েছেন অনুপ কুমার সাহা।

তিনি এসিআই কনজিউমার প্রডাক্টস বিভাগের উপ নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন ।

নতুন দায়িত্ব প্রসংগে অনুপ সাহা বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। ২০০৬ সালে রাজশাহীকে কেন্দ্র করে গড়ে উঠে নাবিল গ্রুপ বাংলাদেশের কৃষি শিল্পায়ানে ভূমিকা রাখছে।

নাবিল গ্রুপের মত প্রতিষ্ঠানের সাথে কাজ করার মাধ্যমে কৃষি আধুনিকায়নে ভূমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বিশ্বমানের ২ টি চালের মিল, ২ টি ফ্লাওয়ার মিল, ২টি ফিড মিল, ডাল প্রক্রিয়াজাত করন মিল, পোল্ট্রি ফার্ম, ক্যাটল ফার্ম, ডেইরি ফার্ম , কোল্ডস্ট্রোরেজ, রিয়েল ইস্টেট, আম্তর্জাতিক কমোডিটি ট্রেডিং সহ কৃষি ও খাদ্য পন্য প্রক্রিয়াজাতকরনের ব্যবসায় নিয়োজিত নাবিল গ্রুপ।

অনুপ কুমার সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদ থেকে ফিন্যান্স বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

পরবর্তীতে মার্কেটিং এ এমবিএ করেন । তিনি ইউ এস এইড এর স্কলারশিপ পেয়ে এগ্রিবিজনেস বিষয়েও এম বি এ সম্পন্ন করেন তিনি।

অনুপ ইন্টারন্যাশনাল স্কুল অব মিলিং টেকনোলজি থেকে কল ব্যবস্থাপনায় উন্নত প্রযুক্তি নিয়ে কোর্স সম্পন্ন করেন।

পাশাপাশি জাপানের এওটিএস এবং কানাডার ইন্টারন্যাশনাল গ্রেইন ইনিস্টিউট হতে পেশাগত প্রশিক্ষন গ্রহন করেন তিনি।

অনুপ দীর্ঘ পনেরো বছরের অধিক সময়ে এ সি আই এর অনেকগুলি সফল ব্যাবসা ও ব্রান্ডস তৈরীর রূপকার ছিলেন ।

এ সি আই এ চাকুরির পূর্বে তিনি সাত বছর ইজাব গ্রুপ এ জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করেন । তার পূর্বে তিনি র্যাংস গ্রুপের হয়ে সনি ব্রান্ডের জন্য তিন বছর কাজ করেন ।

-শিশির

FacebookTwitter