স্বাস্থ্যঃ
স্বচ্ছ নিয়োগসহ বেশ কিছু দাবিতে সারা দেশের মেডিক্যাল টেকনোলজিস্টরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে।

আজ ৫ জুলাই, রবিবার সকাল থেকে মহাখালীর স্বাস্থ্য ভবনের সামনে বেকার ও কর্মরত মেডিক্যাল টেকনোলোজিস্টরা অবস্থান নেন।

সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাশ করা মেডিক্যাল টেকনোলজিস্টরা এই বিক্ষোভে অংশ নিয়েছেন। পূর্বঘোষিত এই কর্মসূচির আয়োজন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন।

বিক্ষোভকারীরা বিতর্কিত ১৮৩ জন মেডিক্যাল টেকনোলজিস্টদের স্থায়ী নিয়োগের সুপারিশ বাতিলের জোর দাবি জানান। একইসঙ্গে স্বাস্থ্য বিভাগের গাফিলতির কারণে দীর্ঘদিনের নিয়োগ না হওয়ায় বয়সোত্তীর্ণ টেকনোলজিস্টদের নিয়োগ দেয়াসহ আরো কিছু দাবি তুলে ধরেন।

এসবের মধ্যে রয়েছে- দ্রুত জেলা-উপজেলা পর্য়ায়ে প্রয়োজন অনুযায়ী ২০ হাজার টেকেনোলোজিস্টকে নিয়োগ প্রদান, স্বেচ্ছাসেবক, অস্থায়ী ভিত্তিতে বা মাস্টাররোলের মাধ্যমে টেকনোলজিস্ট নিয়োগ না দেয়া, ১২শ মেডিক্যাল টেকনোলজিস্ট পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও বিধি অনুযায়ী নিয়োগ প্রদান।

একই সাথে পরীক্ষা বর্হিভূতভাবে যে ১৮৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে তা বাতিল করে অস্বচ্ছ এই নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িতদের শাস্তির দাবি জানায় তারা।

সেই সাথে বিক্ষোভকারীরা স্বাস্থ্য অধিদপ্তরের গাফলতির জন্য যাদের বয়স উত্তীর্ণ হয়েছে তাদের বয়স প্রজর্মনা করে নিয়োগ দেওয়ার ও দাবি তোলেন।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily