রাজনীতিঃ
নাটোর সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে প্রায় ৭ জন আহত হয়েছেন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৬টার দিকে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রায় সাত বছর পর রোববার (২০ ফেব্রুয়ারি) নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলন হবে। সম্মেলনে যোগ দিতে কেন্দ্রীয় নেতাদের সার্কিট হাউসে আসার কথা শুনে শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর থেকেই শিমুল ও রমজানের নেতা-কর্মীরা সেখানে অবস্থান নেয়। পরে বিকেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীর নাফিউল ইসলাম অন্তরসহ ৭ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহসীন বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি আনে। এমন অপ্রীতিকর ঘটনা যেন আর না ঘটে সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে আছে।

-টিপু

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily