নবীগঞ্জে খাস জমির মাটি কাটার দায়ে জেল জরিমানা

নবীগঞ্জে খাস জমির মাটি কাটার দায়ে জেল জরিমানা
নবীগঞ্জে খাস জমির মাটি কাটার দায়ে জেল জরিমানা

নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকেঃ
নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের জাহিদপুর এলাকায় প্রস্তাবিত আশ্রয়ন-২ প্রকল্পের সরকারি খাস জমি হতে অবৈধভাবে মাটি কর্তনের অপরারধে দায়ে ২ ব্যাক্তিকে ১ মাসের কারাদন্ড ও ১ ব্যাক্তিকে বিনা অনুমতিতে অবৈধভাবে এস্কেভেটর দিয়ে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ অভিযান পরিচালনা করেন।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লংগনের দায়ে উক্ত আইনের ১৫(১) ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে জাহিদপুর গ্রামের সোহেল মিয়া (৪০)আদিত্যপুর গ্রামের সাইফুর রহমান(৪৮) নামের ২(দুই) ব্যক্তির প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং বাউসা ইউনিয়নের রিফাতপুর এলাকায় বিনা অনুমতিতে অবৈধভাবে এস্কেভেটর দিয়ে মাটি কাটার অপরাধে মনসুর হোসেন (৫৫) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সহযোগিতা করেন নবীগঞ্জ থানার এস আই বিজয় দেবনাথের নেতৃত্বে একদল পুলিশ।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

-হাসান/টি

FacebookTwitter