অনলাইনঃ
নতুন মন্ত্রিসভার মন্ত্রীদের শপথের মধ্য দিয়ে টানা তৃতীয় মেয়াদে দেশের নতুন সরকার গঠন করল বাংলাদেশ আওয়ামী লীগ।

সোমবার বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয়েছে।

এবারের নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন ৫ গণমাধ্যম মালিকও। পাঁচ গণমাধ্যম মালিকের মধ্যে গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড (জিটিভি) ও সারাবাংলা ডট নেটের মালিক গোলাম দস্তগীর গাজী (নারায়ণগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত) পেয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়, দৈনিক প্রতিদিনের মালিক মো. তাজুল ইসলাম (কুমিল্লা-৯ আসন থেকে নির্বাচিত) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, মোহনা টেলিভিশনের মালিক কামাল আহমেদ মজুমদার (ঢাকা-১৫ আসন থেকে নির্বাচিত) শিল্প প্রতিমন্ত্রী, দুরন্ত টেলিভিশনের মালিক মো. শাহরিয়ার আলম (রাজশাহী-৬ আসন থেকে নির্বাচিত) পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিজয় টেলিভিশনের মালিক মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচিত) শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily