নতুন গানে সাবিনা ইয়াসমীন

বিনোদনঃ
নতুন গানে কণ্ঠ দিলেন সাবিনা ইয়াসমীন। সহিদ রহমানের কথায় এর সুর ও সংগীত করেছেন আলাউদ্দীন আলী।

‘বাংলার মাটিতে লেখা/ কত নাম রক্তাক্ষরে/ মুক্তিযুদ্ধের সে কথা/ বল ভুলে যাই কি করে/ স্বদেশকে ভালোবেসে যারা/ জীবনটা দিয়ে গেছে হেসে/ তাদেরই জন্য এ মালা/কথা সুরে গাঁথা স্মৃতি বুকে রাখি ভরে’-

এমন কথার গানটির সংগীতায়োজন করেছেন গুণী সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু। গানটির রেকর্ডিং বেশ আগে হলেও সমপ্রতি ঢাকার বিভিন্ন স্থানে এর মিউজিক ভিডিওর শুটিং শেষ হয়েছে।

গানটি প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, অনেক দিন পর চমৎকার কথার একটি গান গাইলাম।

দেশকে স্বাধীন করার জন্য শহীদদের যে ত্যাগ তা তো শোধ করার নয়। তবে এই গানটি আমার পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। গতকাল মহান বিজয় দিবস উপলক্ষে এ গানের মিউজিক ভিডিওটি ইউটিউব এবং বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হয়েছে।
-কেএম

FacebookTwitter