নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদক গ্রেফতার

নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদক গ্রেফতার
নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদক গ্রেফতার

আইন আদালতঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নোয়াগাঁওয়ে অননুমোদিত কারখানায় নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের দায়ে কারখানার মালিক মো. জামাল মিয়াকে আটক করেছে র‌্যাব-১১।

কারখানা থেকে দেড় হাজার লিটার অ্যালকোহল, ১০০ মিলি. ওজনের ১ হাজার ৩০০ বোতল একমি ব্র্যান্ডের নকল হ্যান্ড স্যানিটাইজার, ৫০ মিলি. ওজনের ২৫০ বোতল রেঞ্জার ব্র্যান্ডের নকল হ্যান্ড স্যানিটাইজার, ৫০ মিলি. ওজনের ২৫০ বোতল লেবেলবিহীন হ্যান্ড স্যানিটাইজার ও ১ হাজার ২৫০টি রেঞ্জার ব্র্যান্ডের লেবেল জব্দ করা হয়েছে।

শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব- ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী। আটককৃত জামাল মিয়া মো. জামাল মিয়া নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার নোয়াগাঁও এলাকার স্থায়ী বাসিন্দা।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার নোয়াগাঁও এলাকায় একটি অননুমোদিত কারখানায় বিশেষ অভিযান চালিয়ে এসব নকল স্যানিটাইজার ও সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি কারখানার মালিককে আটক করা হয়।

-কেএম

FacebookTwitter