অনলাইন ডেস্কঃ

দুর্নীতির মামলায় কারাগারে আটক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের স্ত্রী কুলসুম বেগম লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।

দীর্ঘ সময় ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন তিনি। খবর জিওটিভির। মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে বেগম কুলসুমকে লাইফ সাপোর্টে নেয়া হয়। কিছুক্ষণ পর মারা যান তিনি।

২০১৪ সালে থেকে তিনি লন্ডনের হারলে স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। বয়স হয়েছিল ৬৮ বছর। কুলসুমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নওয়াজ শরীফের ভাই ও বর্তমানে নওয়াজের দল পিএমএল-এন এর প্রেসিডেন্ট শাহবাজ শরীফ। টুইটে ভাবির আত্মার শান্তি কামনা করেছেন তিনি।

বর্তমানে বেগম কুলসুমের স্বামী নওয়াজ শরীফ ও মেয়ে মারিয়াম পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আটক রয়েছেন।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily