সারাদেশঃ
করোনা সংক্রমণের মোকাবেলায় নওগাঁ জেলাকে সম্পূর্ণভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধ কমিটির এক সভায় গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে নওগাঁ জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হয়।
এই নির্দেশের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলার জাতীয়, আঞ্চলিক সড়ক মহাসড়ক, নৌপথ বা অন্য যেকোন পথে কোন ব্যক্তি এ জেলায় প্রবেশ এবং বের হতে পারবেন না। তবে জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এই অবরুদ্ধ কর্মসূচির বাইরে থাকবে।
লকডাউন পুরোপুরি কার্যকর করতে নওগাঁ জেলায় প্রবেশ এবং বাহির হওয়ার সড়কসমূহে ম্যাজিষ্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশের ব্যাপক তৎপরতা লক্ষ করা যাচ্ছে। পথচারীদের এসব প্রবেশমুখে সেনাবাহিনী এবং পুলিশের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।
উল্লেখ্য, এ জেলায় এখনও করোনা আক্রান্ত রোগী শনাক্ত না হলেও ভবিষ্যতে যাতে না হয় তারই আগাম ব্যবস্থা হিসেবে এই লকডাউন ঘোষণা করা হয়েছে বলে জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ জানিয়েছেন।
-একেটি