সারাদেশঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার নির্বাচনে ৪ নং নিয়ামতপুর ইউনিয়ন পরিষদ ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী নকুল চন্দ্র দাস (৫৮) মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় ভোট নিজ এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
মৃতের ছেলে স্বপন চন্দ্র জানান, বাবা নিয়ামতপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডে বৈদ্যুতিক পাখা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
ভোটের মাঠে প্রচার-প্রচারণা সরব ছিলেন তিনি। হটাৎ আজ সকালে ভ্যানে ভোট কেন্দ্রে যাবার পথে তার মৃত্যু হয়।
নওগাঁ জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসুস্থতা জনিত কারণে ভোটের দিন সকালে কেন্দ্রে যাবার পথে রিক্সা ভ্যানে উঠার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এতে নির্বাচনে কোন প্রভাব পড়বে না। যথারীতি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘নিয়ামতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী নকুল চন্দ্র দাস মৃত্যুর খবর তিনি শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। ভোট কেন্দ্রে যাবার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।’
তিনি আরোও বলেন, ‘তবে তার মৃত্যুতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।’ ভোটগ্রহণের দিন তার হঠাৎ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
-টিপু