সারাদেশঃ
আলহাজ্ব বুলবুল চৌধুরী, পত্নীতলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা সদর নজিপুর নতুনহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় সিয়াম হোসেন (১৮) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহত সিয়াম উপজেলার ঘোষপাড়া এলাকার আবু হানিফের ছেলে।

স্থানীয় সুত্রে জানাগেছে, মঙ্গলবার বেলা ১২টার দিকে সিয়াম মোটরসাইকেল যোগে ঠুকনিপাড়া অভিমুখে যাওয়া পথে নজিপুর-ধামইরহাট সড়কের নজিপুর নতুনহাট নামক স্থানে অপরদিক থেকে আসা একটি বেপরয়া ট্রাকটরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে সিয়াম গুরুতর আহত হয়। এসময ঘাতক ট্রাক্টরটি ঘটনাস্থল থেকে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সিয়ামের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করলে পথিমধ্যে সিয়ামের মৃত্যু হয়।

এব্যাপারে পত্নীতলা থানার ওসি-২ (তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছে।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily