সারাদেশঃ

আলহাজ্ব বুলবুল চৌধুরী, পত্নীতলা থেকেঃ

নওগাঁর পত্নীতলায় থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা সদর নজিপুর সরকারী কবরস্থানের পার্শ্ব থেকে ফেন্সিডিল সহ ৩ জনকে আটক করেছে।

থানা সূত্রে জানাগেছে, পত্নীতলা থানার এএসআই আঃ রাজ্জাক, এএসআই মোঃ রবিউল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স সোমবার সকাল আনুমানিক সোয়া ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার রইট্র গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৫), একই উপজেলার আটুরা গ্রামের মোঃ সাইফুদ্দিনের দুই মেয়ে বিজলী বানু (২৯) এবং শাপলা আক্তার (২৫) কে ৮৫ বোতল ফেন্সিডিল সহ আটক করে।

এব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা ভারতীয় ফেন্সিডিল পাচার করে মহাদেবপুর এলাকায় নিয়ে যাওয়ার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা সদর নজিপুর সরকারী কবরস্থানের পার্শ্ব থেকে তাদেরকে আটক করে। এবিষয়ে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার দুপুরে তাদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily