সারাদেশঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ধান খেতে থেকে এক অন্তঃসত্ত্বা তরুণীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার গড়গড়িয়া এলাকা থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি গোদাগাড়ীর চাতরা গ্রামের দানেস আলীর মেয়ে সাহেরা খাতুন (২০)। তার স্বামীর বাড়ি পার্শ্ববর্তী তানোর উপজেলার সরনজাই মির্জাপুরে।

স্থানীয়রা জানান, বাবার বাড়ি থেকে গত বুধবার নিখোঁজ হয়েছিলেন সাহেরা। তবে এ নিয়ে থানায় কোনো সাধারণ ডায়েরি করা হয়নি। খোঁজাখুঁজির মধ্যেই শনিবার দুপুরে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ধানখেতে তার মরদেহ পাওয়া গেছে। তবে নিহত তরুণী ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। এজন্য তাকে বাবার বাড়িতে রেখে স্বামী ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজে যান।

গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি। মরদেহে পচন ধরায় হত্যার আগে তিনি ধর্ষণের শিকার হয়েছেন কীনা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা ধানখেতে অর্ধগলিত মরদেহ দেখতে পান।

পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই মরদেহ উদ্ধার করে। দুই-তিন দিন আগে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ওই তরুণী। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।

-আরপি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily