কৃষি সংবাদঃ
কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার দাবিতে কিশোরগঞ্জে হোসেনপুর উপজেলায় বিক্ষোভ করেছেন কৃষকরা।
রবিবার উপজেলার গোবিন্দপুর চৌরাস্তায় ‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে গোবিন্দপুর কৃষক অধিকার রক্ষা সংগ্রাম কমিটি এ কর্মসূচি পালন করে। এসময় রাস্তায় ধান ফেলে তাতে আগুন ধরিয়ে দেয় কৃষকরা।
সংগঠনের আহ্বায়ক আলাল মিয়া বলেন, ‘কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে সরকারকে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনতে হবে।’
আলাল মিয়া আরো বলেন, ‘প্রতি মণ ধান উৎপাদন করতে ৮৫০ টাকা থেকে ৯০০ টাকা খরচ করেছে কৃষক। সে চিন্তা করে সরকার প্রতি মণ ধানের বাজার মূল্য ১০৪০ টাকা নির্ধারণ করে দিলেও বাজারে প্রতি মণ ধান ৫০০ টাকা থেকে ৫৫০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। এতে কৃষকের লোকসান দিতে দিতে তাদের মেরুদণ্ড ভেঙে যাচ্ছে।’
কৃষক গিয়াস উদ্দিন বলেন, ‘সরকার ধানের দাম ১০৪০ টাকা নির্ধারণ করলেও আমরা সে দামে কোনো ধান বিক্রি করতে পারছি না। এ রকম হলে আমরা কার কাছে যাব?’
আন্দোলনকারীরা জানিয়েছেন, কৃষকদের কাছ থেকে ধান কেনার কথা থাকলেও ৬টি মিলের মালিকরা তা মানছেন না। তারা কৃষকদের কাছ থেকে ধান না কিনে ফড়িয়াদের মাধ্যমে ধান কিনছেন। এতে লাভবান হচ্ছেন মধ্যস্বত্বভোগীরা।
হোসেনপুর উপজেলা ধান-চাল সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কমল কুমার ঘোষ জানান, ‘বস্তার অভাবে এখনো ধান সংগ্রহ করা যাচ্ছে না, তবে মিলারদের মাধ্যমে চাল সংগ্রহ শুরু হয়েছে।’